২৫ শে মার্চ কালো রাত্রি
লাখো হায়েনার দল,
সোনার বাংলা লুটিতে নেশায়,
নামিল আধাঁরে ঢল।
চারিদিকে শুধু লাশের সারি
বাতাসে বারুদে গন্ধ ভারী
ভাবিল ওরা বাংঙ্গালী আর,
কোমরে রবে না বল।
মহা বীর এক সিংহের ডাকে
বুকে স্বাধীনতা স্বপ্ন  আঁকে
তুফান জোয়ারে ঝাপিয়ে পরে,
বীর বাঘেদের দল।
জালিমের সব বুলেট বোমায়
খাল বিলে লাল রক্ত জমায়
হটে না তবুও পিছনে ওরা,
দেশ প্রেমিকের দল।
বিশ্ব দেখিল বীরের জাতি
লড়ছে তুফান, বুকটা পাতি
আকাশ পানে উড়বে নিশান,
রবে না পায়ের তল।
হাত বাড়ালো ভারত বন্ধু
লইতে হিসাব প্রতিটি বিন্দু
ঝরেছে যত নিরীহ প্রাণের,
রক্ত নদীর ঢল।
বাংলা-ভারত করল লড়াই
ভাঙ্গল ওদের মিথ্যা বড়াই
লেজ গুটিয়ে পালিয়ে গেল,
“পাক” বিড়ালের দল।
আজিকে জাতি ঘুমায় রাতে
স্বাধীন, মধুর স্বপ্ন সাথে,
যার অবদান; হলাম স্বাধীন
কি তাঁর প্রতিদান??
যতকাল ঐ সূর্য, তারায়
কাটিবে আধাঁর সবুজ এ ধরায়,
আপন আলোয় জ্বলবে তুমি
প্রাণের; শেখ মুজিবুর রহমান।
বি:দ্র:
কবিতাটি ২য় বারের মত পোস্ট করা হলো, একজন মহান নেতার সম্মানে, দল বুঝি না, মানুষের অবদান ভুলে যাওয়াকে কি বলে, সেটা আল্লাহ ভাল জানেন, কোন দলের অপরাধের কারনে একজন মহান নেতার অপমান কোন ভাবেই কাম্য নয়।