মাসজিদ ভাঙ্গা, রাজনীতি চাঙ্গা
তরবারি নাঙা, বেধে দেয় দাঙ্গা ।
ভাংচুর মন্দিরে, মানবতা বন্দীরে ,
স্বার্থের বাহুডোরে, শত শত প্রান ঝড়ে ।
রাজনীতি আজকাল, শয়তানী হালচাল,
যেই দিকে কলি কাল, ঐ দিক তোলে পাল ।
মুসলিম হিন্দুর, রক্তের বিন্দুর,
জমা হয়ে সিন্ধুর, নাহি কেহ ব্যথাতুর ।
ভোট চোরে একদল, জনগণ পদেতল
মুখে খোদা রাম বল, চোখে মিছে মায়া জ্বল ।
ধর্মের মুখোশে, দাঙ্গার বাতাসে,
ভোট চায় আভাসে, সাধু বাবা প্রকাশে ।
কত আর লাগে প্রান, অকাতরে বলিদান,
ভোট চোরে ধরে ভান, ধর্মের গাহে গান ।
ধর্মের লড়াইয়ে, মিছে কেন বড়াইয়ে
ফাঁদে পা বাড়িয়ে, মানবতা মাড়িয়ে ।
এসো ভুলি দন্দ, চোখ খুলি অন্ধ
খেলা করি বন্ধ, দূর করি মন্দ ।