রিমঝিম বৃষ্টির তালে
ভেজা কাক ঐ মগডালে,
উপভোগ করে সে তো বৃষ্টি
চোখে তার অজানায় দৃষ্টি।
চলাচলে পায়ে হাটা পথঘাট,
ডুবে যায় কিশোরের খেলা মাঠ।
তবু নাহি কেহ তাতে থামবে,
বৃষ্টিতে ভিজে মাঠে নামবে।
সারাদিন কাদোমাখা হৈচৈ,
চারিদিক শুধু পানি  থৈথৈ।
কলাগাছ ভেলা নিয়ে সাতারে,
কেট গেল শৈশব আহারে।
আজ এই দালানের শহরে,
কত শত পার্ক আছে বাহারে।
আমাদের শৈশব তুলনায়,
মনে হয় যাহা দেখি ছলনায়।
আহা যদি ফিরে কভু আসত,
শৈশবে ফের কবি ভাসতো।
নদী নালা খাল বিল পুকুরে
পাঠশালা চুরি করা দুপুরে।