একদা বাবার রিকশায় ঊঠে রাজকন্যার আদেশ
শহর দেখিবে চক্ষু মেলিয়া, কেমন তাহার স্বদেশ।
চলতে চলতে পার্কের ধারে দাঁড়ালো বাবার গাড়ি
ওমা একি, এখানে যে আগে থেকেই অনেক
দামি গাড়ি, সারি সারি!
পার্কে যাবে রাজকন্যা
লাগবে কেন ফী?
শিশুদের জন্য সুন্দর ধরনী
কাহারো জানার বাকি আছে কি?
দেখবো না বাবা ওদিকে চলো
যেখানে লাগে না টাকা,
এই পার্কের রথি-মহারথিদের
হৃদয়, মনুষ্যত্ব, ফাকা।
ঘুরতে ঘুরতে রিকশা টা গেলো
জ্যামের লাইনে দাড়ি,
পাশে দাঁড়ানো জমকালো এক
বিলাশ বহুল গাড়ি।
জানালার কাঁচ নামিয়ে দিল
ফুটফুটে এক পরী,
মুচকি হেসে তুলতুলে তার
হাত খানি দিল বাড়ি।
ধনী গরীবের ভেদাভেদ গুলি
বুঝে না, অবুঝ ওরা,
ওদের আশা স্বপ্নের মত
হউক না এ বসুন্ধরা।
চলতে চলতে দাঁড়ালো ওরা
দামী হোটেলের কাছে,
খাবে না কিছুই, চোখে দেখা শুধু
সান্ত্বনা টুকু মিছে।
খাবো না বাবা, ক্ষিদে লাগে নি
বাড়ি ফিরে চলো খেয়ে নিব,
পান্তা ভাতে পেট ভরিয়ে
ঘুমের রাজ্য যাবো।
যেখানে সবাই মিশে একাকার
ইচ্ছে স্বাধীন, ঘুরাঘুরি
যেখানে খুশি যাওয়া খাওয়া আর
ডানা মেলে সবে উড়ি।
আমি যে এক রিকশাওয়ালা বাবার
ডানা মেলা সাদা পরী।