হে অশান্ত আত্মা, তোমার গন্তব্য কোথায়
কেন এত বিমর্ষ, মুখটি করে আছো ভার
আকাশের তারাগুলি সযত্নে গাঁথি বানিয়েছি হার
একটুখানি হাসি দাও, ভেংগে ঐ নীরবতার আধার।
মনে কি পড়ে সেদিনের মুক্তা ঝড়া হাসির সন্ধ্যাবেলা
দুটি হাত জড়িয়ে ছিলে অবিরাম গল্পের ঝুড়ি খোলা
কখন যে রাত গভীর হত মধুময় সময়টা হত পার
দমকা বাতাস তোমার চুলগুলো উড়ে দিত বারবার।
হাজারো স্মৃতি তোমায় ঘিরে সযত্নে রেখেছি তুলে
তুমি আজ স্তব্দ, তাই বলে আমি কি গেছি সব ভুলে
হুইল চেয়ারটা আজ তোমার একান্ত চলার সাথি
আমিও কি বা কম, দেখ না জালিয়েছি প্রেম বাতি।
দমকা হাওয়া বইছে না, এই আমিই দিব চুল উড়ে
আমার দু পায়ে হাটবে তুমি, ভূবন দেখিবে ঘুরে ঘুরে
হে অশান্ত আত্মা, কেন দুচোখ বেয়ে নোনা জল পরে
চঞ্চলা জীবনটা থমকে দাঁড়িয়েছে কালবৈশাখী ঝড়ে
তবুও তুমি শুধুই তুমি এ জীবনের রঙিন প্রজাপতি
চাই না রূপসী আর কেহ, ওগো তুমিই প্রেমবাতি।