ভারতের দালাল বলে হাসিনা কে তাড়ি,
কোন শালা নিয়ে এলাম, এখন কি যে করি।
ফিলিস্তিন সিরিয়া কে মিশে দিয়ে বোমায়,
এই দেশে এলো তারা , দেশ যাবে কোমায় ।
মানবতা কোথা ছিল ঐ সব দেশে ,
এই দেশে রুপ নিলি সাধু দরবেশে ।
যেই শালা আমিরাকার পা চাটে রোজ,
কি করে সে গদি পেল ,নিল না কেউ খোঁজ ।
ধর্ম টা ঢাল করে হিন্দু কে তাড়ি,
আমিরিকার দরবেশ নিয়ে এলাম বাড়ি ।
আজ কি বা কাল হউক লুঙ্গী টা তুলে,
দেখে নিও এই জাতি সব কিছু খুলে ।
সংষ্কার করে যদি দেশটা কে গড়ে,
কোটি কোটি সাধুবাদ দরবেশটারে ।
নাকি এই দেশ টা কে ঝুলে দিছে মুলা,
ধোঁয়া কেন ওঠে ঐ ,ঢেকে রাখা চুলা ?
পশ্চিমা দেশ গুলো সাধু হলো কবে?
এই দেশে শান্তির নদী বয়ে যাবে ।
সুদ খাওয়া অপরাধ, মায়ের সাথে জিনা
বলে দিলেন আল্লাহ, মনে আছে কি না?
এই দেশে ইসলাম, নামে সবে চলি,
সুদখোর রাজা সেথা , দুঃখ কারে বলি ।
হাত জোর করে বলি শোন এই জাতি
ধর্ম টা যার যার, নিয়ে থাকো মাতি ।
ধর্ম কে ঢাল করে দেশ দিও না গো,
দেশ শুধু দেশ নয়, সবার সে যে মা গো ।
বিঃদ্রঃ (এরপর খাঁচার বাহিরে না ভিতরে থাকব শুধু আল্লাহ মহান জানেন) ।