বিষাক্ত এনজিও তে দেশ গেলো ভরে,
বেকার যুবক দের নাকি কর্ম দিবে করে।
জাত সাপুড়ের মত ওরা গায়ে গায়ে চলে
ব্যাঙের ছাতার মত ডেরা গড়ে তোলে।
বাড়ি বাড়ি যাবে আর খোঁজে শুধু নারী
পুরুষের ঋণ নাই, নীতি বেশ ভারী।
সেবা যদি দিবে তবে সুদ কেন রবে?
টাকা দিয়ে টাকা আয়, কি নিয়ম ভবে।
কতজন ঋণ নিয়ে পথে গেলো বসি
অকালেই ঝড়ে প্রান, গাছে গলায় রশি।
কিস্তি টা বাকি বলে খুলে ঘর চালা,
ওরা নাকি সেবা দেয়, বলে কোন শালা?
দিন যত যাবে তত বাড়ে কেন ঋণ?
সাপুড়ের দল ওরা জাদু ভরা বীণ।
একবার যদি কেহ কিস্তি টা তোলে,
জীবন টা রসাতলে, পিষে যাতাতলে।
ঘর ঘর কিস্তি টা কি বা সুখ দিল,
গরীবের রক্ত টা চুষে চুষে নিল।
কিস্তির টাকা দিতে কেউ বেচে গরু
জীবন টা চলা দায় পথ হয় সরু।
কেউ কেউ দেউলিয়া ঘরবাড়ি ছাড়ি
অজানায় ছুটে চলে দূর দেশে পাড়ি।
এই যদি সেবা হয়, কিসে তবে ভাল?
যেই সেবা জীবন টা ঢাকে মেঘে কালো।
তোরা হলো রং মাখা যেন ফুল কলি
সেবা দেওয়া ভন্ডামী, ভরিস আপন ঝুলি।
নর্দমার জোক তোরা নয় আলা ভোলা,
মার লাথি এনজিও, ভাগ সব শালা।