দুপুরের রৌদ্দুর, বুক ফাটে পিপাসায়
ছুটে চলা এ জীবন, এক রাশ হতাশায়
এই বুঝি সামনেই সাদা জ্বলে পূর্ণ
মন ভাঙ্গে বার বার, বেদনায় দীর্ণ ।
ধোঁকাবাজ চাল বাজে ভরপুর চারিপাশ
সুখ সে তো দুর দেশে, নাহি আশা অভিলাষ।
হাত বাড়ি হাত ধরি ভাবি না কে দুষমন
আলো আর আধারে সব শেষে ভাঙ্গে মন ।
আর কত রাত গেলে সুর্য টারে দেখা পাই
আধারের অভিশাপে চারিদিকে সুখ নাই ।
মরীচিকা সবখানে করে শুধু চিকচিক
পথ ভুলে আছি তাই সুখ পাবো কোন দিক ?