অশান্ত সীমান্ত আজ; বাজে ঐ যুদ্ধের দামামা
ভ্রাতৃত্ব বোধের মৃত্যু দুই দেশে; শিরে বাধে আমামা।
চোখে মুখে স্বপ্নটা লালন শহীদ হবে টপাটপ,
বোঝে না তো কার চাল, ফেঁসে গেছে খপাখপ।
কেউ খুশি হলো; আল্লাহ কে দিয়ে দিবে তবে প্রান টা,
জান্নাতি সুখ পাবে, দূর হতে নাকে ভেসে আসে ঘ্রাণ টা।
ওপারের ভাইগুলি স্বর্গের আশায় জয়শ্রীরামে মুখোমুখি সীমান্তে
পশ্চিমাদের জয় হলো , যেন পা দিল নতুন এক ঋতুরাজ বসন্তে।
ধর্ম কে ঢাল করে সীমান্ত সেনাদের চোখেমুখে লেগেছে আগুন,
মনুষ্য নিধনে পশ্চিমাদের অস্ত্রের  বাজারে লাগিল ফাগুন।
ক্ষমতার চেয়ার উদ্ধারে নাটক ধর্মকে বানালো ওরা ঢাল,
হিন্দু মুসলিম আপন আপন ধর্ম রক্ষায় সহসাই দিল ফাল।
রাসুলের (সাঃ) আদর্শে যদি বাজে কখনো জিহাদের ধ্বনি,  
সে আদেশ শিরোধার্য ; উৎসর্গ হউক তব এ প্রানখানি।
ক্ষমতা দখলের নীতিহীন পাতানো ফাঁদ, দন্দ বিবাদ,
সে তো ধর্ম জিহাদের  নামে সৃষ্ট ভ্রষ্টতা; নতুন দাঙ্গা ফাসাদ।
ভালবাসি আল্লাহকে; জীবন দিতে সবে আছি ওগো  তৈরী,
তাই বলে এখন কি সময় জিহাদের ; নাকি আবহাওয়া বৈরী?
হাতজোড় করি ওগো ধর্মীয় মৌলভী, ফাদার, পুরোহিত শোন,
পশ্চিমাদের রাজনৈতিক চাল বিছানো জাল, ধর্মীয় যুদ্ধ নয় কোন।
ভাই ভাইয়ে লেগে দিল দন্দ, সীমান্ত পারাপার মুখ দেখাদেখি বন্ধ,
চোখে কি সবারই পড়িল ছানি; নাকি বিবেকের চক্ষু গুলি আজ অন্ধ?
পথে পথে মুখ থুবড়ে পড়ে রবে রক্তাক্ত মানবতা লাগাবেই ওরা আগুন;
পশ্চিমা শূকরের দল উল্লাসে মাতওয়ারা; অস্ত্র ব্যবসাটা এবার জমবে দিগুন ।