এই যে ইট পাথর আর
উঁচু উঁচু দালানের ভিড়ে,
রেল লাইনের পাশে
মা ও ছেলে রয়েছে শুয়ে,
কয়টা কুকুর রয়েছে ঘিরে।
বললাম মাগো বাড়ি কোথায়
এখানে কেন গো তুমি
বললেন খোকাকে পাই না খুঁজে
পথে পথে ঘুরি আমি।
মায়েদের জাত আজব জিনিস
আঘাত গুলোকে লুকে,
সন্তাগুলোকে নির্দোষ রাখে
যেন তারা থাকে সুখে।
বাড়ি রয়েছে গাড়ি রয়েছে
তবুও অভাগা ছেলে,
পাগল মা কে ছোট ছেলে সহ
রেইল লাইনে গেছে ফেলে।
এই তীব্র শীতে মায়ের বিছানা
একটি খানি চাদর,
মানুষগুলো মানুষ না হয়ে
হচ্ছে বন্য বাদর।
পথচারীদের দানেই জীবন
কেটে যাচ্ছে কোনমতে,
একদিন সব সুখ ভেসে যাবে
মায়ের চোখের জলের স্রোতে।
হাজারো রাত্রি কাটিয়ে দিল মা
নিজের আরাম কে ছাড়ি,
আজকে সে মা পথে শুয়ে কেন
জিজ্ঞেস করতে কি পারি?
জবাব একটাই চোখে দেখা সব
দেখতে মানুষ হলেও,
ভিতর থেকে পশু জানোয়ার
শান্তিতে নোবেল পেলেও।
বি:দ্র:(বাস্তব ঘটনা, আমাদের বাড়ির পাশের রেইল লাইনে ধারে শুয়ে থাকা মা ও ছেলের গল্প এটি)