সূর্যের তাপ টা কেন আজ অসহ্য লাগছে বড় বেশি
নড়তেও চাইছে না আর অনুগত দুই চাকার গাড়ি,
কোথায় বসে নিব বিশ্রাম, লেগে আছে রেষারেষি
দ্বন্দের বিষপানে অন্ধের জয়, শুরু হলো বাড়াবাড়ি।
যেদিকে তাকাই শুধু হুংকার ডংকার বুনো উল্লাসে
হাতে গোনা কিছু লোক, ভুলে গেছে সব মানবতা,
কেউ ভাংগছে মাসজিদ কেউ মন্দির নির্দয় সন্ত্রাসে
আল্লাহ কে পাবে নির্বোধ?ভক্তের হৃদয়ে দেয় ব্যথা।
ক্লান্তি টা আর সহে না, চোখ মুখ গলা গেছে শুকিয়ে
এক পেয়ালা জল হবে? ওহে দেশপ্রেমিক নামধারী,
কোথায় তোমরা দেশের ক্লান্তিলগ্নে আছো লুকিয়ে
চারিদিকে যুদ্ধবাজ কে করিবে বল মানবতার ফেরী।
পিপাসা লেগেছে পানি দাও অহে প্রতিবেশি ভাই,
আর চাহি না মিথ্যার মুখোশে ঢাকা বিভৎস লড়াই,
ভালবাসা হত্যা করিল কে, আপন রক্ত চেটে খাই
একে অন্যর মুখে থুতু ছিটিয়ে, করছি মূর্খরা বড়াই।
চারিদিকে অন্ধকার মাঝে মাঝে দেখা যায় আলো
দুটি দেশে ছড়িয়ে ওহে মানুষের কলিজাওয়ালা,
দেশপ্রেমিক;গড়ব এক যুদ্ধহীন পৃথিবী, আঁখি খোল।
রাজপথে নামো সব হাতে নিয়ে অমর প্রেম পিয়ালা।
বি:দ্র: নিজের জন্মদিনে দুই দেশের দেশপ্রেমিকদের জন্য অতিসামান্য উপহার, শান্তিতে থাক দুই দেশ।
যুদ্ধ, হিংসা, গালাগালি সব আস্তাকুড়ে পরে থাক।