হে মাননীয় প্রধান উপদেষ্টা
আমার পেয়েছে জলের তেষ্টা,
কেন অযথায় তবে করে যাচ্ছেন
কেরোসিন খাওয়ানোর চেষ্টা।
চোখ দুটি কি আজ অন্ধ?
নাকি কান দুটো তে তালা?
বাজারে দেখুন আগুন লেগেছে
বন্ধ করুন, সংষ্কারের খেলা।
মানছি আমি দেশের বহু
সংষ্কারের আছে প্র‍য়োজন
ক্ষুধায় মরে জাতি কবরে
কি হবে এত আয়োজন?
একটা দিনের জন্য হলেও
বাজার করতে আসুন,
গরীবের সাথে মিলে নিন কাঁধ
কষ্ট টা কত দেখুন।
পাঁচশ টাকায় বাজার করলে
ভরে না ব্যাগের তলা
কি হবে এই সংষ্কার করে
গরীবের জ্বলে না চুলা।
আপনারা তবে সংষ্কার করে
নিজেরায় শুধু বাঁচুন,
জাতির জন্য না ভেবে আর
কাফনের কাপড় রাখুন।
কথা ছিল কি আর হচ্ছে টা কি
বুঝবে যেদিন জাতি
আপনারাও সেদিন বুঝবেন ঠেলা
থাকুন না কিছুটা সময়
সংষ্কার নাটকে মাতি।