ব্যাগ টা নিয়ে বের হয়েছি
কিনবো কিছু আটা,
আজ সারাদিন পেটে পড়েনি
প্রতিবেশি দের ঝুটা।
মা বলেছে শোন রে খোকা
আনবি কিছু কিনে,
রাত্রি হলে ঘুম আসে না
সহ্য হলেও দিনে।
নিত্য কামাই দুই শো টাকা
কেমনে বাজার করি,
সব খাবারের দামেই আগুন
যেটাই নিতে ধরি।
দুই শো টাকায় বাজার হতো
চলেছে দু এক বেলা,
হারামজাদা রাষ্ট্র নিয়ে
খেলছে গোপন খেলা।
সিন্ডিকেটের দোহায় দিয়ে
দায় এড়িয়ে চলে,
শূয়র টা কে দেখলেই কেন
গা পিত্তি জ্বলে।
হারামজাদা সুদের টাকায়
গোস্ত পোলাও খাস,
এদিক আমার বৃদ্ধ মা যে
উপোস বারো মাস।
দুই পকেটে হাতড়ে দেখি
নাইতো টাকা কড়ি,
দশ টি টাকা পেলাম শুধু
নিলাম শুকনো মুড়ি।
বাড়ি ফিরে দেখছি একি
উঠান ভরা লোকে,
কাঁদছে সবাই খাঠনি ঘিরে
বৃদ্ধ মায়ের শোকে।
এগিয়ে গেলাম ডাকছি মাগো
আনছি দেখো মুড়ি,
তোমায় বড্ড লেগেছে ক্ষুধা
কেমনে কবর খুড়ি।
মা গো তোমায় দিচ্ছি কথা
বদলে দিব দিন,
দূ:শাসকের কলজে ছিড়ে
মিটাবো তোমার ঋণ।
জীবন দিয়ে শিখিয়ে গেলে
তোমার ছেলেকে তুমি,
নয় আলাদা সামান্যতমও
মা আর জন্মভূমি।