মেঘে মেঘে আজ কেটে গেছে অনেকটা বেলা,
এখনো আহা  হয়নি শেষ, রং তামাশার খেলা।
আত্মার সাথে সংঘর্ষে চলি ভিন্ন ভিন্ন পথে
দেহ আর আত্মা সারাক্ষণ দুই দিকে, ভিন্নমতে।
একজন ডাকে ডান দিকে আর একজন ডাকে বামে,
অসহায় এ ক্লান্ত মন টা ভিজে যায় দুর্গন্ধ ঘামে।
অলসতায় আজ খেয়ে ফেলেছে স্বপ্নের সব পাতা,
মলম লাগাবো কেমনে, আত্মায় যে অনেক ব্যথা।
চিৎকার দিয়ে কাঁদে এ মন বুকের পাঁজরে ঢাকা,
বাহিরে আসে না আওয়াজ তাই, সবাই ভাবছে ফাকা।
জীবন টা আজ আটকে গেছে, পাতানো চোরাবালি,
অতীতকে পিছনে ফেলে, সামনে দু হাতে ঠেলি।
দেখতে দেখতে সন্ধা এলো, বাঁচার আশাটাও ক্ষীণ
দূর থেকে ঐ কানে ভেসে আসে, মরনক্ষণের বীণ।
বড় প্রয়োজন এই জীবনে আগামীকালের প্রভাত
বিষন্নতায় ভাল লাগে না, এখন যে অনেক রাত।