দুরু দুরু কাঁপছে বুক ;হায় কি যে আছে কপালে ,
খবরের কাগজ গুলিতে রোজ; লাল রক্ত দেখি সকালে ।
নাই কোন সুখবর ; আশার আলো দিন যত যাচ্ছে ,
ভাই হয়ে ভাইয়ের রক্ত কুত্তার মত চেটে চেটে খাচ্ছে ।
মসজিদগুলি লাল রঙে সিক্ত, শত শত নামাজীর রক্ত,
ভয়ে কেন কম্পিত হৃদয়; মন্দিরে আগত পূজারী ভক্ত ?
কেউ বলে জয়শ্রী রাম; মুসলিম কে দে জবাই,
কেউ আবার রাম দা নিয়ে বলে আল্লাহু আকবার , যেন কসাই ।
নষ্টের দ্বারপ্রান্তে আজ সম্প্রীতি ,পুঞ্জিভূত হচ্ছে দাঙ্গার ভীতি ।
থাক না রে ভাই যে যার মত ধর্ম কে লালন করে বেঁচে,
আড়ালের কোন শয়তানের ইশারায় লড়াই করছি মিছে?
যেই দেশে ফজরের আজানে ঘুম ভাংগে সকল মুসলিম হিন্দুর
সেখানে আজ নাই কেন দাম প্রতিটি রক্ত ফোটা বিন্দুর ?
আছেন কি কেহ ওগো ধরিবেন হাল; জাতির দয়ালু কান্ডারী?
যুদ্ধের দামামা বাঁজে আকাশে; নিকষ কালমেঘ ঘন ভারী ।
আসুন না সবাই হাতে রেখে হাত সকল ষড়যন্ত্র কে দেই রুখে,
যেখানে থাকবেনা অশান্তি; দাঙ্গার ভীতি ,সব ধর্মের মানুষ থাকবে সুখে ।