রাসুল(সা:) কে নিয়ে করলি প্রকাশ্য উপহাস
এখনো দিব্বি ঘুরে বেড়াস ওহে দেশের প্রধান,
যদি কোন হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হত তবে
রাজপথে দেখা যেত শাতীমে রাসুলের যত বিধান।
কেন হবে বৈষম্য, একজন পাবে মৃত্যুদন্ডের সাজা
অন্যদিকে প্রধান উপদেষ্টা, মুমিনের দেশে রাজা।
তোর কি ধরে মাথা দুটি, নাকি চোখ দুই জোড়া
তবে কেন এত মুমিনের ভয় নাকি যায়গামত খোঁড়া
হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান হউক কিংবা দেশের রাজা
শাতীমের রাসুলের একি পরিনতি, মৃত্যুদন্ডের সাজা
ধর্মের স্লোগানে যদি আকাশ টা কাপাতেই হয়
বাদ কেন যাবি তুই, তোর কিসে এত তবে শক্তি
ওহে সুবিধাবাদি ধার্মিক কোথা আজ রাসুল ভক্তি
কন্ঠে কেন ঝড় ওঠেনা আজ, নাকি তলে তলে চুক্তি।
মিথ্যা এই ধর্মের প্রেম, রাসুলের (সা:) অপমানে
এত্তবড় অপরাধ তবুও নির্লজ্জ মুমিন তার জয়গানে।