মন্ত্রীসভা চিড়িয়াখানা
আস্ত বদের খামার,
আন্দোলনের রক্ত খেয়ে
জাতে উঠেছে চামার।
ছাত্র সমাজ আমজনতা
রক্ত দিল ঢেলে,
মন্ত্রি সভা চেয়ারে বসে
দাবার গুটি চালে।
কে যে আসল কে বা নকল
বুঝতে লাগে দেরি,
সবার শুধু একই চাওয়া
গদি দে তারাতারি।
দেশপ্রেমিকরা দুরেই থাকে
দেশদ্রোহীদের ভীড়ে,
সব শালারা শকুন হয়ে
দেশ টা কে খাবে চিড়ে।
দেশ কি তোদের মা লাগে না
ভোগের চিন্তা করিস?
দেশের জন্য জীবন দিয়ে
দেখাস যদি পারিস।
আজকে এ দেশ রুগ্ন বড়
কে করিবে সেবা,
সেবার নামে সবগুলো দল
বসায় হিংস্র থাবা।
রুগ্ন মায়ের ডাক্তারগুলি
নিজেরাই বড় খুনি,
আর কটা দিন গেলেই ওরা
লেগে যাবে হানাহানি।
গদি তোমার কতই মধু
ভাবতে অবাক লাগে,
মন্ত্রী হলেই খোলস ফেলে
রাক্ষসটা কেন জাগে?