ভৃত্য যখন নৃত্য করে,
বানর চালায় হাতি,
তোমার আমার পয়শা দিয়ে
খেলবে চড়ুই ভাতি ।
যোগ্য যে জন ঘুমাই যখন
অসার তখন মাঝি,
জনগনের ভাগ্য ঝুলে
লাগায় জুয়ার বাজি ।
সত্য কথা বলতে গেলেই
মুখটি ধরে চেপে,
কেমনে কবি চলবে বলো,
পা ফেলিবে মেপে ।
বাঁশের  চেয়ে কঞ্চি বড়
ইচ্ছে হলেই গুঁতায়,
জাতির ভাগ্য ঝুলবে কেন
ক্ষীণ, চিকন সুতায় ।
বানর মামা কলা পেয়েই
লম্ফ গেছে বেড়ে,
উচিৎ কথায় গাল ফুলিয়ে
আসবে তোমায় তেড়ে ।
আবহাওয়াটা বড়ই খারাপ
ঘরেই বসে থাকো,
দূঃখ্য যত বুকের মাঝে
কবর দিয়ে রাখো ।
ভেবেছিল অবুঝ এ মন
উড়বে ডানা মেলি,
এখন দেখি সব শালারাই
ভরায় আপন ঝুলি ।