ঝটপট ছটপট,
চারিদিক ছায়া জট
মায়াজাল সুরতাল
ছলাকলা নাহি তট।
নির্বাক জমে থাক হৃদয়ের ক্রন্দন,
নাহি বাক; দুরে থাক মিছে মায়া বন্ধন।
খুজি পথ অলো রথ চাই মেঘ বৃষ্টি,
আর নয় ছায়া ভয় ফুল পাণে দৃষ্টি।
চালবাজ নাহি লাজ শতরূপ সারাক্ষণ,
ফেলে ছিপ নিভে দ্বীপ রবে সেকি আমরণ?
একরাশ সুবাতাস বুক ভরা নিশ্বাস
মিলাভার হাহাকার জান্নাতি বিশ্বাস।
দুনিয়ার মায়াটার ফল সেতো তিক্ত;
মাখি রং সাজি সং আখি জ্বলে সিক্ত।
মম মন করি পণ মালিকেরই বাহুডোর;
নিব তাই চির ঠাই কাটি সব মায়া ঘোর।