সেবা তুমি আজব জিনিস
করতে সবাই চায়,
জাতীর সেবায় কি যে মধু
চাটতে সবাই চায়।
ভোটের আগে চোরের গুষ্টি
সাজবে সাধু বাবা,
ভোট পেরু লেই বোকা জাতী
দেখবে বাঘের থাবা।
কেমনে কোথায় টাকা কড়ি
বস্তা ভরে পাবে,
হারামজাদা নেতা সালা
দিবা রাত্রী ভাবে।
গরীব মরে ক্ষুধার জ্বালায়
নেতার কি বা তাতে,
কুত্তা সালা পেট পুরে খায়
ঘী আর গোস্ত ভাতে।
দেশের টাকা লুট করে সে
বিদেশ জমায় পাড়ি,
কবে আরো জাতীর মাথায়
পরবে হুশের বাড়ি।
কানাডা আর অস্ট্রেলিয়া
ওদের বাড়ি গাড়ি,
আমরা সালা পাগল জাতি
তাদের পিছেই ঘুরি।
আসবে কবে নতুন দিনের
সত্যিকারের নেতা,
বলবে না সে মন গলানো
মধুর সেবার কথা।
দেখবে যেদিন নেতা ঘুমায়
গরীব প্রজার সাথে
দিন কাটে যার ক্ষুধার জ্বালায়
সকাল পান্তা ভাতে ।
সেবার মুখোশ পরবে না সে
দেশ প্রেমে গো মজি
দেশটারে সে গড়বে আবার
রাখবে জীবন বাজী।