একমুঠ নির্মল আলো চাই আলো
কেন তুমি মিছে ছিনিমিনি খেলো
ওহে কান্ডারী নামে জাতির কলঙ্ক
আর সাজিও না তোমার মিথ্যার পালঙ্ক।
তুমি সত্যের সাথে করেছো শত্রুতা
মিথ্যার সাথে তোমার চির মিত্রতা ।
নাটক থিয়েটারের অভিজ্ঞ অভিনেতা
দেশপ্রেমিক, নাকি তুমি ধ্বংসের  প্রণেতা।
আহা বুঝিবে যেদিন অভাগা এই জাতি
অমানিশায় ঢাকা রবে দীর্ঘ সে রাতি ।
ওহে ঠকবাজ, মধুর নামে দিচ্ছে সে বিষ
কে আছিস ওরে, এ জাতিকে সংকেত দিস
মুষ্টিমেয় বেঈমান মহানায়ক কে যাচ্ছে ভুলে
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে কোন মাশুলে?
লজ্জার ষোলকলায় পুর্নতা আসবে আর কবে?
এ দেশ আমার মা, ধর্ষিত লুন্ঠিত হবে কি তবে?