ভাসা ভাসা স্মৃতি, মনে পড়ে গীতি
আলো ঘেরা পথে, কত চেনা রথে
চলেছি সে পথে, আপনার ই মতে,
তারা ভরা রাতে, জীবনের ই ব্রতে।
কুয়াশায় ঢাকা, স্বপ্নটা আকা
রাত জাগা পাখি, দূর পানে তাকি
কুহু কুহু ডাকি, বোঝে সে তো নাকি।
আনমনে কথা, চেপে রাখা ব্যথা
তব স্মৃতি গাথা, নাহি ঢাকা হেথা
মন আছে যেথা, ব্যথা দাও তথা।
যত পারো আরো, নীল বিষ ভরো
তীর ছুড়ে মারো, এই প্রাণ কাড়ো
নাও তুমি তুলে, সব স্মৃতি ভুলে
দিয়েছিলে যত, কথা শতশত।
আহা কেন মিছে, বেচে আছি আজো
কি মায়া পিছে, পিশাচীনি সাজো।