অবহেলায় দিন কেটে যায়
রং তামাশায় ডুবে,
মরন দিনে সব কিছু পর
শুন্য হাতে রবে।
হাজার কোটির মালিক হলেও
কাফন হাজার টাকা,
এই জীবনের সুখের লাগি
চলেছে পথে বাকা।
কারো জমি দখল করে
কাউকে আবার ঠকে,
টাকা কড়ি বাড়ি নাড়ি
অন্ধ করিল তাকে।
কালকে রাতেও মদের বারে
সংগে ছিল নারী,
এখন তাহার নিথর দেহে
বেধেছে মরণ দড়ি।
লাঠসাহেবের দাপট কত
রক্ষী চারিপাশে,
এখন কেন একলা চলে
কোন অজানার দেশে।
কারো ভাগ্য কবর জুটে
কারো শশ্মান ঘাঁটি,
হাজার কোটি অর্থকড়ি
সব কেন আজ মাটি?
সফল সে জন; জীবন কাটায়
রবকে পাওয়ার ধ্যানে,
এই পৃথিবীর মিথ্যা মায়া
কভুও নাহি টানে।
আলোর পথে চললে কেহ
ধন্য তাহার জীবন,
কি হবে সব ভোগবিলাসে
রং তামাশার ভূবন।
তাই তো সবাই রবকে খোঁজো
মরন আসার আগে
কোকিল হয়ে ডাকছি যে তাই
যেওনা নরক ভোগে।