রক্তাক্ত বাংলা মা,
ছিন্নভিন্ন শাড়ির আঁচল
হিংস্র নরপশুদের থাবায়
মুছে গেছে দুচোখের কাঁজল।
মাগো! বাকরুদ্ধ কেন তুমি?
চুপ কর নপুংসকের দল
জানে শুধু ঐ অন্তর্যামী।
নাই কোন অভিযোগের তীর
এখনো যে শকুনের দল উদ্ধত শির।
হাত গুটিয়ে বসে আছে
ঘুমন্ত দেশপ্রেমিকের দল,
কেউ এসে উদ্ধার করুক মাকে
ওরা শুধু বসে বসে খাবে ফল।
বন্ধ করেছে মা বাঁচিবার লাগি
হাত পায়ের ব্যর্থ ছোড়াছুড়ি,
অভিশাপে উত্তপ্ত চোখের পানি
ভাষাহীন হয়ে পড়ছে গড়ি গড়ি।
একের পর এক ধর্ষকের
চলছে বিভৎস ধর্ষনের পালা,
বলতে কি পারো কবে হবে শেষ?
এই নির্মম মাতৃধর্ষনের খেলা।
নাকি দেশপ্রেমিকেরা সব
নপুংসক হিজড়াদের মত
শুধু হাতে তালি দেওয়ার মেলা?