দুটি পাখি একি সাথে ছিল খাঁচায় বন্দি,
একসাথে বাঁচবে দুজনার হয়েছিল সন্ধি ।
চারিদিকে ছিল শুধু লোহার জিঞ্জিরে ঘেরা,
ওদের ও কত স্বপ্ন ছিল মুক্ত গগনে ঊড়া ।
বাড়ির মালিকের দেওয়া ক্ষুদ পানি দানা,
ভাগ করে খেত তাই, নত করে ডানা ।
বাড়ির পাশেই ছিল গাছ বড় বড় ,
নানা রঙের জোড়া জোড়া পাখি হত জড়ো ।
কিচিরমিচির সুরে বলে ওরা কথা,
একে অন্যোর শোনে জমা যত ব্যথা ।
দিন শেষে নীড়ে ফেরে মহা কলরবে ,
বাধাহীন জীবনের কত সুখ তবে ।
বনে উড়া পাখিদের ডানা মেলে উড়া,
এই ডালে ঐ ডালে বসা জোড়া জোড়া ।
তাই দেখে পাখিদের মনে খুবি ব্যথা,
ভেঙ্গে দাও পাখিদের খাঁচা ভরা প্রথা ।
মানুষের পশুত্ব কেন  বিলাসিতা
টাকা আছে কাড়ি কাড়ি ঊড়ে দেয় কোথা।
পাখিরা কি প্রাণহীন কিনে আনো ঘরে
ডানা মেলে ঊড়া নাই, ধুকে ধুকে মরে ।
এরই মাঝে এক পাখি আহা গেল মরে
সাথি হারা পাখি টা কে দুখ নিল ঘিরে ।
নীল আকাশ দেখা শুধু , নিশ্বাস ফেলি
ভেঙ্গে দাও খাঁচা গুলি ঊড়ি ডানা মেলি ।