এক পাল্লায় বুলেট বোমা আর
অন্য পাশে তোলা মানবতা,
হেলে পড়েছে অস্ত্রের পাল্লাটা
পশ্চিমাদের এ কোন বিবেকহীনতা?
হুজুগ, মূর্খতা আর অতি উৎসাহ
সব ধ্বংসের মূলে কারন,
ধর্মের ঠিকাদার আগুনে ঢালছে ঘী
সংঘাতে করছে না ওরা ধারণ।
দুটি দেশ থাক শান্তিতে পাশাপাশি
মাঝখানে কাঁটাতারের বেড়া,
যুদ্ধের ময়দানে আনছে টেনে
ওরে;আড়ালে ওরা সব কারা?
লাগুক যুদ্ধ মরুক মানুষ
ট্যাংক গোলাবারুদরাই থাক বেঁচে,
এ শালা হুজুগে ধর্মের কলংকগুলি
যুদ্ধকে ডাকছে নেচে নেচে।
ভারত বাংলার দুটি পতাকাই
দেশপ্রেমিক সন্তানদের মা তুল্য,
কেন একটি পতাকা থাকবে উপরে
অন্যটা করা হবে অবমূল্য?
তোরা মানুষ নাকি জানোয়ার
অন্যের মা কে করলি ধর্ষন,
তোদের জন্ম কি পবিত্র বন্ধনে
নাকি পতিতালয়ের অবৈধ ঘর্ষন।
সাবধানে পা ফেল দুই জাতি
লাশের দূর্গন্ধে বাতাস হবে ভারী,
গোরস্থান কিংবা শ্মশানে লাগবে
দিগন্ত বিস্মৃত লাশের সাড়ি।
কিংকর্তব্যবিমূঢ় আজ এ কবি
যুদ্ধ লাগিলে নিবে কার পক্ষে,
হিন্দু মুসলিমের ছোড়া দুটি গুলি
টেনে নিবে হাসিমুখে আপন বক্ষে।
অন্তত বেচে যাক না দুটি প্রান
তাতেই বা কি আর হবে উপকার?
কেই বা শুনবে আর বলো
এই অযোগ্য দেশপ্রেমিকের হাহাকার।
হৃদয় সাগরে উঠিল ঝড় তাই
হাজারো অব্যক্ত জমানো ব্যথা
ওহে আছিস কেহ দেশপ্রেমিক কান্ডারী
নিভে দিবি এই ষড়যন্ত্রের জীবন্ত চিতা।