নেতার গদি পেতাম যদি
হতাম আমি রাজা,
থাকতো না আর অভাব আমার
চৌদ্দ গুষ্টি মজা ।
চাকরী আশায় ঘুরছি ফিরে
বুকটা আশায় ভরা ।
চাকরী সে তো সোনার হরিণ
জীবন কর্ম সারা ।
হঠাৎ আমার মাথায় এলো
আন্দোলনে নামি,
এবার যদি জীবন আমার
গড়তে পারি দামী ।
হুক্কা হুয়া দিয়ে দেই
দেখি কজন আসে,
উরিব্বাবা, আন্দোলনের
জোয়ার এলো ভেসে ।
আন্দলোনে নামল যারা
রক্ত দিল ঢালি,
বিজয় শেষে তারাই ফেরে
হাত দু খানা খালি ।
মানুষ মরুক ঝাকে ঝাকে
আমার কিসে ঠেকা,
আমার বাবা লাগবে শুধু
সোনার গদি দেখা ।
এখন আমি ছাত্র না রে
সালাম দিবি খুব
না হয় সালা পাগলা জাতি
ডোবায় দিবি ডুব ।
চেয়ার পেয়ে এখন আমার
গজলো দু খান ডানা
ইচ্ছেমত উড়বো আমি
মানবো না তো মানা ।
আমি এখন করবো শুরু
স্বৈরাচারী হানা ।