ডিম কিনে ১০ টাকা, আলু কিছু নিয়ে
বাড়ি গিয়ে ভাত খাবো, লবন ছিটে দিয়ে ।
বড় মাছ, গোস্তের আশা নাহি আর,
দুই বেলা চাল কিনে তাই হাহাকার ।
মরিচের যেই দাম , বোঁটা কিনে খাই,
গরিবের ঐ জুটে কি বা আর পাই ।
তেল খাওয়া কমে গেছে, দুই শোর ঘরে
টাকা কি আর গাছ থেকে পাতা হয়ে ঝড়ে?
সবখানে চোর আর ডাকাতের ভিড়
কোথা পাই আজ বল শান্তির নীড় ।
এইভাবে চলে যদি , আর কিছু কাল
পায়ে নাহি রবে জুতা, খাবো গাছের ছাল ।