আর কত পুড়ে, ভোর তুমি দুরে
ব্যথা বুক জুড়ে, দেখ তারে চিড়ে।
সব ফাকা ফাকা, মিছে ছবি আকা,
মেঘে গেছে ঢাকা, পথ সে তো বাকা।
আলো ছায়া খেলা, মিছে মায়া ভোলা
যায় সে কি ভোলা, মনে দেয় দোলা।
আকাশের বুকে, কোথা আছো লুকে,
নিজ ও প্রান সুখে, মরি আমি ধুকে।
এ আধার কাটি, গুটি পায়ে হাটি
জীবনের ঘাটি, কোথা পায় মাটি।
ছল ছল আখি, কাদে প্রান পাখি,
আয় ভোর ডাকি, আলো মুখে মাখি।
ভোর কত দুরে, আসিবে কি ফিরে
মায়াজাল ছিড়ে, দিশাহারা নীড়ে।