ভাল্লাগে না একলা উদাস
বৃষ্টি নামবে কখন,
তপ্ত বুকে জলছে আগুন
লড়াই দেখছি যখন ।
দেশটা কি ভাই গোল্লা যাবে
স্বাধীন হওয়ার নামে,
গৃহযুদ্ধের উঠছে ধোঁয়া
নিভবে কিসের দামে?
বিশ্ব মাঝে অবাক করা
আমরা আজব জাতি
পরের লাগি লড়াই করি
মিথ্যা আশায় মাতি ।
রাজনীতিটা ময়লা ভাগার
ধর্ম নিয়ে খেলে,
উস্কে দিয়ে আপন দলের
লাভের খাতা খোলে ।
আড়াল থেকে চালবে গুটি
খেলবে রক্ত হোলি,
হিন্দু মুসলিম দাঙ্গা লেগে
মানুষ হবে বলি ।
লাগবে গদি, যদিও লাগে
বৃষ্টি রক্ত ঝড়া,
কিসের আভাস দিচ্ছে রে ভাই?
দুয়ারে নাড়ছে কড়া ।
এ দেশ সবার সমান সমান
সবাই প্রতিবেশি,
ধর্ম টা যার আপন আপন
থাকবে সবাই খুশি।
ভাল্লাগে না ঝগড়া বিবাদ
থাকব মিলেমিশে,
হিন্দু মুসলিম সবাই মানুষ
মিথ্যা বড়াই কিসে?