হে তরূণ হে যুবা,
অসীম অনাবিল অনন্ত
নিদ্রিত নহে চির জাগ্রত
রও হে তুমি, নহে ক্লান্ত
চির বিষময়, চির অশান্ত।
হে তরূণ হে যুবা,
চেওনা কভুও মিছে মরিচিকা
দেখবে শুধুই শত বিভিষিকা
রও হে তুমি চির অম্লান
নহে অঙ্গার, সদা জলন্ত।
হে তরূণ, হে যুবা,
গড়োনা কোথাও মিছে বালিঘর
হয়োনা কভুও বেদনা কাতর
রও হে তুমি চির দূর্জয়
নহে নতশিরে, নহে পরাজিত ।