একটা সরল প্রশ্ন এই অবুঝ মনে জাগে,
আমিরিকা যায় যেথা, অশান্তি কেন লাগে?
অস্ত্র আর গোলা বারুদের ব্যবসা জমে তোলা,
ধোকা ওদের মানবতা, লাগায় যুদ্ধ যুদ্ধ খেলা।
ব্যাঙ কে বলে লাফ দিও না, থাকো চুপচাপ,
সাপ কে বলে ছাড়িস না, পাশে আছি তোর বাপ।
লাঠি দিয়ে দিবে বাড়ি মাথা যাবে ফাটি,
ওরাই আবার ঘুরে আসে, বেঁচে ওষুধ পটি।
সোনার দেশে দিল ওরা দালাল সুদখোর,
কি করে সব ভাবে হায়, আনবে সে রাঙা ভোর।
নাকি সাধু বেশে ঘরে এলো সব থেকে বড় চোর?
শোন ওরে হুজুগে জাতি, এখনো ঘুম ভাংগা তোর।
দেশ যাবে রসাতলে, কেনাবেচা তলে তলে
আর কিছু দিন গেলে হবে গৃহ যুদ্ধ,
তবুও কেন যাতাকলে, পিষে যাবো ছলেবলে
আর কত ধোকা খেলে, ভাংগবো অবরুদ্ধ?
আজ একা বসে ভাবি আমি, রাগে অনুরাগে,
কবে জানি এই দেশে মুসলিম হিন্দু দাংগা লাগে।
শকুনের অশনি ডাক অস্ত্রের ঝনঝনানি কানে লাগে,
গৃহ যুদ্ধের গন্ধটা কেন, নাকে এসে লাগে?