দুদিন হলো ক্লান্ত ক্ষুধায়
পেটে জুটে নি ভাত,
নিদ্রা হীনতায় এপাশ ওপাশ
কেটে গেছে সারারাত ।
ভিক্ষা করে হাত পেতে খাই
গায়ের লোকের ঘরে,
ওরাই এখন আধ পেটে খায়
ফকির হওয়ার ডরে ।
অট্রালিকার সামনে গেলে
কুকুর করে তাড়া,
স্রষ্টার দেওয়া ভাঙ্গা কপাল
কে লাগাবে জোড়া ?
তাহার প্রতি নাই কোন রাগ
মহান তিনি দাতা,
তাহার বিধান রাষ্ট্র দিবে
গরীব দুঃখীর ভাতা ।
জাতির রক্তে রাষ্ট্র গড়ে
হঠাৎ নবাবজাদা,
সংষ্কার দিয়ে ক্ষুধা মিটে না
ভাত দে হারামজাদা ।