ওহে মানুষ নামের অসভ্য পশুদের দল
ফিরিয়ে দাও পাখিদের বাঁঁচবার অধিকার,
ওদেরও আছে ছোট ছানা, অবলা পরিবার।
তোমাদের ঐ সর্বনাশী নেটওয়ার্ক নামের টাওয়ার,
যেখানে সেখানে তুলেছ গড়ে, যেন মৃত্যুর পাহাড়।
তার মরনঘাতি তরঙ্গে বিঘ্ন ওদের জীবন যাপন,
বসবাসের অযোগ্য করেছো ওদের সাজানো ভুবন।
সভ্যতার নামে প্রকৃতির যেই করেছো ধ্বংস লীলা
পৃথিবীটা যেন একা তোমাদের ,
পেয়েছো কি ছেলেখেলা?
নিজেদের লাগি পাখিদের কথা গিয়েছে সাবাই ভুলে
অসহায় এই প্রানিগুলির আজ জীবন চড়েছে শুলে।
কি দোষে তাহাদের জীবন বিপন্ন
চেয়েছে কি কাহারো ঘরেরও অন্ন?
পাখি ছাড়া এক শুন্য পৃথিবী
কতই না বে মানান, অযোগ্য, জঘন্য।
এখনো কি তবে হয়নি সময় ভাবনার?
পাখি তো এই প্রকৃতির  লাগি,
ভাবো না কেন আপনার?
তোমরা কি শুনতে পাওনা
ওদের কিচিরমিচির আকুতি?
যেন ফরিয়াদ করে  বাচিঁবার লাগি
কড়জোড়ে কাকুতি মিনতি।
এখুনি সময় ভেবে দেখবার
প্রকৃতির এই অকৃতিম বন্ধুদের
বেচেঁ থাকার অধিকার ফিরিয়ে দেবার।