কুয়োর মাঝে জন্ম আবার
ভাবছে নিজেকে রাজা,
বিশাল এক সাগর মাঝে
সবাই তাহার প্রজা।
আমার কথা চলবে শাসন,
আমার ই শুধু চলবে ভাষন,
না হয় না হউক মনের মতন,
উড়াবে আমার ই বিজয় কেতন।
আমার নীতির উল্টা গেলে
তেল কমাবো, পিটিয়ে জেলে
দ্রোহের আগুন নিভাতে জানি
আমার কুয়োতে কত্ত পানি।
লাফিয়ে বেড়ায় আপন মনে
ঢোল পিটে নেয় আপনি শানে।
হৃদয়ে তাহার কত না খুশি
যাবে না ডুবে অ-বেলা শশী।
সহসা কে ওহে ফেলিল দড়ি?
জড়ালো পায়ে এ কোন বেড়ি?
এক টানেতে কুয়োর বাহিরে
সিংহাসন টা আর কোথাও নাহি রে।
আহারে জীবন ব্যাঙের ছাতা
বৃষ্টি তে সান্ত্বনা, যেন ভিজে না মাথা
একদা ছিল কত চামচা, কত তেল বাজ
আজ সব ই ইতিহাস, বুকে অসহনীয় ব্যথা।
কেন যে হলো এমন, মাথায় পড়েছে বাজ।