দিন শেষে ঐ ক্লান্ত পথিক
আকাশের পানে তাকি,
হিসেবের খাতা খুলিয়া দেখে
কতটা পাওনা বাকি।
যৌবন গেলো চামড়া টা আজ
অজান্তেই গেছে ঝুলে।
সব হারা আজ রিক্ত হস্তে
জীবনের অংকে ভুলে।
যাদের মুখে অন্য যোগাতে
জীবন করেছে ক্ষয়,
তাহারা আজি দূরে সরে গেছে
কেই বা তার খোজ লয়।
সন্তান গুলি সুখে রবে তাই
চড়ে নি চাকার গাড়ি,
টাকা বাচিয়ে ফিরেছে পথিক
দিন শেষে হেটে বাড়ি।
বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে
বিষময় দিন কাটে,
শত বেদনা ত্যাগের কথা
ভেসে আসে স্মৃতি পটে।