বরেণ্য নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ স্যার
একটি বার কি হবে সময়, পিছে ফিরে তাকাবার?
দেশের লাগি রক্ত দিয়েছেন কৃতজ্ঞ এ জাতি,
জুলুমের রাজ মিটিয়ে দিয়ে এনেছেন আলোর বাতি।
আজকে কেন তবে চুলা জ্বলে না, আমজনতার ঘরে,
বাজারের সব পন্যগুলোর, দাম বাড়ে হু হু করে।
গোস্ত মাছ তো চায় না কেহ, সব্জীর দামে আগুন,
কি করে তবে স্বাধীন হলাম, কবির ভাষায় ফাগুন।
যে শ্রমিকের রোজকার আয় পাঁচ শো টাকার মত,
চারশো টাকায় মরিচের কেজি, রবে কি রোজাব্রত?
দুশো টাকায় সয়াবিন তেল চাউল ষাটের ঘরে,
আপনার ঐ চেয়ারে বসে, হুংকারেই কি বা নড়ে?
কত অসহায় দুই বেলা ভাত পাচ্ছে না হাত টি পাতি
আপনারা কি ঘি ভাত পেয়ে ভুলে গেলেন সব স্মৃতি?
হাজার টাকায় বাজার করা ব্যাগের ভরে না তলা,
ভররে কি করে সিন্ডিকেটের,
ধরেছেন কি চেপে গলা?
এই তো সেদিন হোষ্টেলে ছিলেন
সংগ্রামী জীবনযাপি।
কৃষক পিতার পাঠানো টাকায়
চলেছিলেন মাপি মাপি।
আজকে কেন ভাংগছে না তবে
সিন্ডিকেটের বাধ
ভুলে কি গেছেন সেদিনের সেই
পান্তা ভাতের স্বাধ?