বিসমিল্লাহির রহমানীর রহীম
ভীত শংকিত, পথযাত্রী
হাওয়া দমকিত, কালো রাত্রী ।
ছিল দুর্বার, মুখে হুংকার,
আজ চুরমার, ভেঙ্গে একাকার।
ঝড় আসবেই, সে কি থামবেই?
নাকি রুখবেই, পথে লড়বেই?
নাই অনুতাপ, কোন পরিতাপ
কি যে মহাপাপ ,সেকি অভিশাপ?
তবে সেইদিন, হবে যেইদিন
ঝ্ড় প্রতিদিন, সে কি দেবে ঋণ?
নাকি সেই ক্ষণ, রবে করে পণ
বেছে নির্জন, ভয়ে মরে মন ।
তবে কতকাল, এই মায়াজাল
দিবে ছাড়ি পাল, নাকি চিরকাল??
আজি একা তাই, শুধু ডাকি যায়
ফিরে পথ চাই, যদি সাথি পাই।
হয়ে নির্ভ্য়, পাশে খোদা রয়
রবো নিশ্চয়, চির দুর্জয়।
(ইনশাআল্লাহ)।