পথের ধারে হাজারো রঙের
কত শত ফুল ফোঁটে,
জীবন যাদের যুদ্ধ যেন
কষ্ট শুধুই জোটে।
নিঠুর পথিক দেখেনা কভুও
মায়ার পরশ বুলে,
নিজ আবাসন সাজাতে কভুও
নেয়না এ ফুল তুলে।
আসল নকল ভুলিয়া পথিক
দু-পায়েতে মাড়ি,
কৃতিম ফুলের লইতে সুভাস
বহু পথ দেয় পাড়ি।
ভাগ্য এদের সদাই বিমূখ
পায়না কভুও কিছু,
দুঃখ্য এদের জীবন সাথী
ছাড়েনা কভুও পিছু।