তোমার লেগেছে ফাগুন বন্ধু
আমার তো কপাল পোড়া
বাজারে লেগেছে আগুন বন্ধু
খাবো কি তবে আলু পোড়া ?
ইলিশ নাকি সস্তা অনেক
বাজার গেলাম লোভে
দেড় হাজারে চাইছে কেজি
কেমনে? কবি তা খাবে?
পকেটে মোর অল্প টাকা
সস্তা কিছু রে মন খোঁজে
আস্তে করে সটকে পরি
নাহি পরি যেন লাজে ।
পিয়াজ মরিচ আদা রসুনে
তল্পি তল্পা ফাঁকা,
গরিবের আজ দিন খানি যেন
মেঘলা আকাশে ঢাকা ।
হাত জোড় করে বলছি তোমায়
ওহে সমাজ পতি,
বাজার ঘুরে দেখো না তুমি
কেমন জীবন গতি ।
দুই শো টাকা কামায় যাহার
কেমনে করে বাজার,
কদিন বাদে শূন্য পেটে
কাটবে জীবন তাহার ।
তোমার তো ভাই কাটছে জীবন
নানান রঙের বাহার ।