সমাজপতি তোমার মুখে সমাজ সবার বাণী
তোমার ঘরেই চোরের গুষ্টি, চোখে পরেছে ছানি?
পান্তা চুরির বিচার তুমি করলে ভীষন ক্ষেপে
নিজের ঘরের পুকুর চুরি যাচ্ছো কেনো চেপে?
কদিন আগেও রিকশা চড়ে ঘুরতে অলিগলি
কোথায় পেলে এসি গাড়ি, এত্ত টাকার থলি?
বাজার সদাই করতে তুমি ঘন্টা খানেক ঘুরে
এখন কত হাদিয়া আসে, ফুরুৎ করে উড়ে।
সমাজপতি তোমার ছিল, ভাংগা টিনের চালা
হঠাৎ করে অট্রালিকা, কেমনে হলো, শালা?
দুদিন আগেও পায়ের জুতা লাগত করা সেলাই
এখন এত গাড়ি বাড়ি, কেমনে হিসেব মেলাই।
মজুর শ্রমিক আসলে কাছে, নাক টি চেপে ধরো,
কদিন আগেও তোমার ঘামেও গন্ধ ছিলো আরো।
ভুলেই গেছো সেই দিনের ঐ চোখের গড়া পানি
কানে পরেছে তালা, তোমার চোখে পরেছে ছানি।