একটি মেঘমুক্ত আকাশের ঝলমলে তারা,
চিন্তার জগতে তুলেছে ঝড়,অপরুপ হৃদয়কাড়া।
নক্ষত্র, গ্যালাক্সি, নেবুলা ব্লাকহোলের ভিড়ে,
আমার এ হৃদয় কোন একজন কেই খুঁজে ফিরে।
কে তুমি ওগো, সুনিপুণ হাতে গড়েছ এ আকাশ,
তোমার পরিচয়, সুন্দর সৃষ্টির মাঝে করেছ প্রকাশ।
চোখ থাকিতেও অন্ধ যারা, কপালপোড়া সৃষ্টিমাঝে,
পথহারা দিশেহারা হয়ে আবার সে রব কেই খোঁজে।
দেখ এই সুবিশাল আকাশ আর পায়ের নিচের মাটি,
ছড়িয়ে আছে আল্লাহর পরিচয়, লক্ষ কোটি কোটি।
যুগে যুগে তিনি পথের দিশা দিতে পাঠিয়েছেন নাবী
তারপরেও কত মানুষ মানেনি একত্ববাদের দাবি।
এক আল্লাহ কে ছেড়ে ভ্রান্ত পথে খুঁজে ওরা মুক্তি,
বাপদাদারা কি ভুল করেছে, কি অবাক করা যুক্তি।
বসতবাড়ি, খাবার পোশাক, বদলে ফেলেছে সব
শুধু বদলায় না হায় বাপদাদাদের ঐ মনগড়া রব।
আল্লাহর চেয়ে বড় আপন আর কেহ কি গো আছে?
কেন তাকে ছেড়ে চলেছ, শয়তানের পিছে পিছে।
আলকুরান তো নয় শুধু মুসলিমদের একক সম্পদ
ওহে মানবজাতি, পড়ে দেখ, সামনে কি বিপদ।
কুরআন নয় শুধু মুসলিমদের জন্য আলোর দিশা,
পড়ে দেখ না একবার কেটে যাবে ভ্রান্তির অমানিশা।