কত সুন্দর সাঁজানো গোছানো বাগান,
আজ ধূর্ত শিয়ালের তান্ডবে লন্ডভন্ড,
স্বাধীনতার গান শুনিয়ে যা কিছু ছিল আশা
তাও করেছে হায়েনার দল পন্ড।
চারিদিক থেকে জমা করেছে
ষড়যন্ত্রের শুকনো মড়মড়ে পাতা,
এক মুঠো জলন্ত অঙ্গার রেখেছে হাতে,
দাবানল ছড়াবে পৈশাচিক উল্লাসে হেথা ।
একই থালায় খাবার ভাগাভাগি ছিল,
সম্প্রীতি, ভালবাসার মিল বন্ধন,
সেই ময়দান কেন রক্তাক্ত আজ,
নিরীহ ধার্মিকের চলছে অবিরত ক্রন্দন ।
সাজবে না আর কখনো এখানে ফুলে ভরা
স্বপ্নের সোনালী কোন আগামীর বাগান
দেশের কান্ডারী নামের ধুর্ত শিয়াল,
পশ্চিমাদের ষড়যন্ত্রে হয়েছে প্রধান ।
একি দেখছি, ধ্বংসের মশাঁল জালিয়েছে
পোড়া মাংস খাবে হায়েনা, মঞ্চ সাঁজিয়েছে।
এদিকে বনের নিরীহ প্রানিদের চোখে ধুলা
গাধা কে দেখিয়েছে স্বাধীন্তার স্বপ্ন,
শান্তিতে নোবেল, জাতির কপালে মুলা।
সব কিছুই গোপনে, চলছে নীল মিশন
ষড়যন্ত্রের নকশায় সে তো দক্ষ ভীষণ।
সিংহ নাই বনে তাই, শিয়াল টা হয়েছে রাজা
ভাই পোঁড়াবে ভাই কে আর শিয়াল খাবে
আমেরিকান মদ আর দগ্ধ মাংস ভাঁজা।
দাবানলের ধোঁয়ার কুন্ডলী,দিচ্ছে আভাস
নীল আকাশ কেন কালো হলো বলো
কে করবে আজ এ মহা সত্যটা নির্ভয়ে প্রকাশ।