আমার হৃদয়ের রক্তক্ষরণে
চোখের উত্তপ্ত জলে মিশে,
তৈরী হয়েছে এক কাপ লাল চা
মিটে ফেল তোদের তৃষ্ণা, দেরি তবে কিসে?
মনে পড়ে সেদিনের বন্ধু তন্ময় কুন্ডের কথা,
ইফাতারি তে টুপি মাথায় দস্তরখানে বসা যথা।
সেদিন তোদের রাজনীতি টা ধরাতে পারে নি ফাটল
হিন্দু মুসলিম মিলে একাকার বন্ধুত্ত ছিল অটল।
কলেজের সেই বিদায় বেলায় স্টেশনে গড়াগড়ি,
আকাশ বিদীর্ণ করা কান্নায় পরিবেশ টা ছিল ভারী।
তখন কোথায় ছিলে রে হারামজাদা, ধর্মের নাম
বন্ধুত্তের চেয়ে বড় আর কি আছে, তুই দিবি দাম?
দে ফিরিয়ে আমার তন্ময় কে, বন্ধ কর এ লড়াই,
আমার কাছে বন্ধুত্তই সব,এটাই মনুষত্তের বড়াই।
ছোট কালের সে হিন্দু দিদির কথা মনে পড়ে বেশি।
বয়ে আনত ইফাতারি, খাবে মুসলিম প্রতিবেশি।
নাম মাত্র দামে দিদির সে বুন্দিয়া, পিয়াঁজুর ঘ্রাণ।
জুড়িয়ে দিত হাজারো রোজাদারের তৃষ্ণার্থ প্রান।
তখন কোথায় ছিল ধর্মের ঢাল গুলো তোলা,
দেশটা সবার ভালবাসায় গড়া,কেমনে যাবে ভোলা?
তোদের তৃষ্ণা গুলো মিটাতে ওরে খাবি নাকি? খা;
চোখের উত্তপ্ত পানি আর হৃদয়ের রক্ত মিশানো
এক কাপ লাল চা!