মাথার উপর বিশাল আকাশ
পায়ের নিচে জমিন,
সাক্ষ্য দিল এক মালিকের
মুক্তি পথে মুমিন।
রাতের আকাশ তারায় তারায়
কী অপরুপ সাঁজে!
কী মহিমা আল্লাহ তোমার!
নিপুন সৃষ্টি মাঝে।
সাগর নদী ধরার বুকে
কোথায় পানি পেল,
কেমন করে তাহার বুকে
লক্ষ প্রাণী এলো।
নাম না জানা হাজার রকম
নানান রঙের প্রাণী,
কে বানালো এদের বলো
কোন সে মহান জ্ঞানী।
পিঁপড়ারা রয় গর্ত মাঝে
সিংহ হাতি বনে,
বিনাশ্রমে আহার জুটে
ক'জন কর্ম জানে।
গাছগাছালি পাখপাখালি
কিচিরমিচির সুরে,
আল্লাহ নামের জিকির চলে
হৃদয় টা যায় জুড়ে।
আকাশ থেকে বৃষ্টি নামে
কার ইশারায় বলো
ওরে সকল স্রষ্টা বিমুখ
হৃদয় দুয়ার খোল।
একই দেশে দুইটি শাসক
ঝগড়া যেমন লাগে,
আল্লাহ যদি দুজন হতো
যুদ্ধ যেত লেগে।
বলতো কেহ মালিক ওগো
বৃষ্টি নামাও এখন
অন্যজনার পুজারী ভাই
রৌদ্র চাইতো তখন।
একি আকাশ অনেক খোদা
হুকুম চলবে কার?
এক আল্লাহই মালিক সবার
জিকির করো তাঁর।