পূজোয় বাজে ওরে ঢোল আর ঢাক
ভক্তরা ছোটে দলে নাচে ধিন তাক।
মুসলিম ভাবে বসে এরা কোন জাতি
মূর্তিরে পূজো দেয়, সবে মিলে মাতি।
আল্লাহ ভগবান দুই নিয়ে ভাগ,
চিন্তার বেড়াজালে মারামারি লাগ।
একরাশ ঘৃণা নিয়ে জাতে জাতে ভেদ,
মালিকের খোজে না রে পড়ে না তো বেদ।
কুরান আর বেদে ভাই খুব আছে মিল,
তুমি আমি মিছামিছি লাগি কিলাকিল।
ভক্তরে ঘৃণা নহে বুকে টানি লও,
কুরান আর বেদ তারে হাতে তুলে দাও।
পূজোয় পূজারী সেতো স্রষ্টারই প্রেমে,
জীবন বিলিয়ে দেয় বুকে তাকে জমে।
তুমি তাকে ঘৃণা নয়, হাত খানি ধরো
নতুন পৃথিবী ফের নিজ হাতে গড়ো.।