ইচ্ছে করছে ওগো
একমুঠো সাদা মেঘ নিয়ে,
তোমার কপালে মাখি
রংধনু রংতুলি দিয়ে ।
ইচ্ছে করছে ওগো
আকাশের রং চুরি করি,
তোমার জন্য বুনি
নিজ হাতে নীলা এক শাড়ী ।
ইচ্ছে করছে ওগো
বৃষ্টিতে ভিজি মেঠো পথে,
হাতে হাত ছূটে চলা
নতুন স্বপ্ন গড়া ব্রতে ।
ইচ্ছে করছে ওগো
প্রজাপতি হয়ে ফুলে উড়ি,
তোমার জন্য ওগো
আনমনে ফুলে ফুলে ঘুরি।
ইচ্ছে করছে ওগো
পাখি হয়ে ডালে ডালে বসি,
দূরে দূরে থাকা নয়
শুধু রবে ভালবাসাবাসি।

বি:দ্র: যে আমার জান্নাতের চিরদিনের সাথি হবে ইনশাআল্লাহ , তার জন্য৷