হাসপাতালের বারান্দা যেন
ডাস্টবিনের ই ছবি ,
ওরে মানুষ নামের ডাক্তারগুলি
তোরা কবে মানুষ হবি ।
লোক দেখানো ভিজিট দিবি
দিনের দু এক বেলা,
তোদের জন্য আছেই তো রে
কসাইখানা খোলা ।
টাকা টাকা এত টাকা
রাখবি কোথায় ওরে,
হাসপালে দুধের শিশু
ব্যাথায় কাতরে মরে ।
হাজার টাকা ভিজিট নিয়েও
মুখটা করিস বাঁকা,
প্যাথলজির রাস্তা খানি
তোদের হাতেই আঁকা ।
কিসের তবে বিদ্যা তোদের
রোগ বুঝিস না আগে ,
দিন মজুরের রক্ত বেচে
পরীক্ষা করা লাগে ।
দু মাস বাদে গেলেই কেহ
নতুন রুগীর টাকা,
কেমনে তোদের মন টা এত
কয়লা কালি মাখা ।
দেখতে তোদের এক্কেবারে
মানুষ রুপী লাগে ,
কেন যে আমার তোদের দেখে
এত্ত ঘৃণা জাগে?