কুকুর কে সবাই করছো ঘৃণা, প্রভুর কত ভক্ত,
ক্ষুধা নিয়ে পেটে, কাটে সারাদিন
পাহাড়ায় তবুও পোক্ত ।
আধ খানা রুটি টা কখনো বা জুটে,
সারাদিন পিছে পিছে তাও সে ছোটে ।
দুর দুর ছেই খায় লাঠি বাড়ি,
দো পায়া কুকুরের মানবতা চুরি  ।
এক ফালি রুটি ছোড়ে খাবারের নামে,
করে তবু ঋন শোধ জীবনের দামে ।
মানুষের মত সে তো নহে বেঈমান,
যার রুটি খায় সে গাহে তার ই গান ।
সেও জীব, মায়া ভরা আঁখি ছল ছলে,
তাকি থাকে মুখপানে যেন কিছু বলে ।
হৃদয়ের কান পাতি শোন তার কথা,
তারও আছে ঐ বুকে জমে থাকা ব্যথা ।
খাদ্য টা নাই দিলে , মিছে কেন মারো ?
কেউ কেউ খেলাচ্ছলে প্রানটাই কাড়ো ।
অযাথায় ঢিল ছুড়ে মাথা দাও ফাটি,
রক্ত টা ঝড়ে যায় কে বা দেবে পটি ।
রাত জাগি পাহাড়ায় বিশ্বাসী প্রানী
যুগ যুগ বয়ে চলে অবহেলা গ্লানি ।
ডাক দিয়ে যাই যদি কেহ রাখে কথা,
মানবতা দিয়ে বোঝে কুকুরের ব্যথা ।