সেদিনের সেই চায়ের কাপে চুম্বন, ঠোঁটে
আজ খুবি পড়ে মনে,
যদি আর একবার কপালে জুটে ।
পাশাপাশি ছিলে বসা,
ছিল না জীবনের অংক টা কষা,
হিসেবের খাতায় কার ভুল কত
ছিল না জীবন টা তখন বিষাক্ত, তেঁতো ।
সুখের সে দিন গুলি ছিল ভাগাভাগি
সারাদিন খুনসুটি দুজনার ই ত্যাগী,
ছিল কত বোঝাপড়া,
আজ কেন দিশেহারা
কেন আজ দূরে দূরে
প্রেম নদে এলো খড়া ?
আজ তব শীতের সকালে আমি একা,
শূন্যে খুঁজে বেড়ায়, যদি কভু পাই দেখা ।
আচ্ছা, বল তো নীলাঞ্জনা,
আজো কি তোমার বারান্দায়
শিউলি ফুলে রা ফোটে?
সেদিনের সে ক্ষণের মত
তোমার চায়ের কাপে কি  
এখনো ধোঁয়া ওঠে ?